নিশ্ছিদ্র নিরাপাত্তা বেষ্টনী, তার মাঝে পড়ে আছে আমার প্রাণহীন নিথর দেহ।
রক্তবর্ণ এই দেহ ঘিরে আর্তনাদে কাঁদছে মানুষ।
যে মাটি স্নান করেছে আমার রক্তে, একদিন শুকিয়ে যাবে সূর্যের কিরণে,
কিন্তু রক্তস্নাত এ মাটির বুকফুরে একদিন জ্বলে উঠবে প্রতিবাদের আগুন, যে আগুনে স্নান করে এগিয়ে যাবো তোমার জারজ সন্তানের দিকে ।
শেষ করে দিব তোমাকে, নির্বংশ করবো।
এই অন্তিম ক্ষণে সূর্য তুমি আমার প্রণাম নেবে, এবার জন্মাবো আমি তোমার স্ফুলিঙ্গের ঔরস থেকে।