কেন এত ভালো লাগছে
ওপারে তুমি এপারে আমি।


বইয়ের পাতা জেদ করেছে
শুধু তোমার নাম ফুটিয়ে তুলছে,
লেখাগুলো আজ তোমার জাদুর বানে
বিদ্ধ।
আমি তার রাজসাক্ষী।


কেন এত ভালো লাগছে
ওপারে তুমি এপারে আমি।


একমনে তোমায় ভেবে বইয়ের পাতা
তোমার ছবিআঁকছে,
তোমার নাম লিখছে,
আর ভাবছে কে পড়ালেখা আবিষ্কার করেছে?
আমি তার রাজসাক্ষী।


কেন এত ভালো লাগছে
ওপারে তুমি এপারে আমি।


ঔষধ খেতে ভুলে গেছে
খেতেও প্রবৃত্তি হয় না,
আজ দেখি কথায়ও পেট ভরে।
আমি তার রাজসাক্ষী।


কেন এত ভালো লাগছে
ওপারে তুমি এপারে আমি।


কলমটা আজ তোমার নাম
লেখার জেদ ধরেছে,
ওর কালি বোধ হয় জল হয়েছে আজ,
কাঁদতেও চায় মাঝে মাঝে!
আমি তার রাজসাক্ষী।


কেন এত ভালো লাগছে
ওপারে তুমি এপারে আমি।


শ্রাবণ এই শীতে এসে ধরা দিলে
অধরা অধরে, বিস্ফারিত চোখে
খোঁজে ঐ তাকে  পৃথিবী জুড়ে।
আমি তার রাজসাক্ষী।


মেনে নেবে রাজসাক্ষী,
রাজদন্ডে মৃত্যুদন্ড,
পেয়েছে সে আজ ব্রহ্মান্ড,
আমি তার রাজসাক্ষী।


কেন এত ভালো লাগছে
ওপারে তুমি এপারে আমি।


তামিমৌ র্তীবক্রচ কে উত্সর্গ করে লেখা।
30/12/15, rat 01.30 Ta, Dhaka.