মনে পড়ে সেই বিদায় বেলা
যাকে আমি ফিরিয়ে দিয়েছিলাম,
যার জন্যে কোনোদিন অপেক্ষা করতে হয়নি,
হতাশায় আজ আশায় বুক বাঁধি,
বুকের কাঁটাটা বিঁধে আছে হৃদকেন্দ্রে।
খুব মনে পড়ছে, জানি এত ভালোবাসা
কোথাও পাবো না।
যে আবেগে জড়িয়েছিলাম,
প্রেম তাকেই বলে, আর সব ফাঁকিবাজি,
বাজি ফুটছে, বিকট আওয়াজ, বুক
দুরদুর করছে।
এইতো ক'দিন আগের কথা বন্ধু;
যে নিয়ম আমাদের ব্যাবচ্ছেদ করেছে
ছুরে ফেলেছে কুসংস্কারের আন্তজালে,
কে ভাংবে এই দেয়াল?
আমরা তো পারলাম না, শুধু কাঁদলাম,
শুধু আফসোস, দীর্ঘঃশ্বাস।
নিঃশ্বাস নিতে কষ্ট হয়
জীবনে যে আমাদের ফিরিয়ে দিলে
মরলে যদি বরণ করে নিতে পারি,
দুজন দুজনকে সেদিন এই মৃত শরীরটার
আবার জন্ম হবে, জেনে রেখো।
তোমাকে আমি ভালোবাসি,
এটা কোনো কবিতা- টবিতা নয়,
সারা জীবনের শোকগাঁথা।
কতো লাইন
লিখে শেষ করতে পারবো?
বসে আছি বই ছেড়ে, আতশ বাজি শুনছি আর লিখছি।
আমি কী কবি নাকি কে বলেছে তোমায়?
যতো সব মিথ্যে কথা,
আমাদের ভালোবাসা ছাড়া।
বলতে পারো এতক্ষণ তোমার কবি
রোগের বর্ণনা দিলো!
এখন যে তোমার প্রেসক্রিপশন দেয়ার
অধিকার নেই,
অন্য কারও নেই।
প্রেসক্রিপন নাই দাও প্রেম দিও ইথারে।
ভালো থেকো অনেক, যেভাবে আমি রাখতে চেয়েছিলাম।