পালক ঝরে পড়া কবুতরটার মতো,
অবনত মস্তকে ঝিম ধরে পড়ে আছে
আমার সুখ যতো।


খাঁচা বন্দি নিষ্প্রাণ পাখিটা আজ ভিতরে বাইরে বন্দি; খাঁচা খুলে দিলে কি যেতে
পারে বনে।


বাক্সবন্দি যৌবন আমার, নিত্য দুটো শার্ট, দুটো প্যাণ্ট, তিনটি অন্তর্বাস
আর একজোড়া জুতো।


ভালো তো আছি তোষকহীন নরম কাঠের বিছানায়,
শীতে দুটো কম্বল আর একটা শক্ত বালিশ,
আছি তো ভালো, ক্যানো দুঃখ করিশ।


মুখরা দুঃখে সুখেরা পালায়
অনাবৃত যৌন ক্ষুধা,
ভাত জোটেনা আর প্রেম সাধা।