জানি পুরুষ চিরদিন উন্নত স্তন আর নধর নিতম্ব নিয়ে বিস্তর গবেষণা করেছে,
যোগাসন ছেড়ে উঠে এসেছেন ঋষি,
শুনেছি যৌনতাই প্রেমের উৎস, মৌনতাই ভালোবাসা।
উত্তর খুঁজে পাইনা;আমি কি করে তোমার সঙ্গা দিব
তুমি আমার কে?
পুরুষ না কি প্রিয়?
জানিও আমায় কোন কবি যদি তোমায় উত্তর দেয় ।
প্রজাপতির মতো চোখ আমার একদিন বলেছিলে,
জোনাকির মতো আলো আমার চোখে,
সত্যি কথা বলতে এত কম আলোয় তুমি আমার আঙুল কি করে ধরবে বলো?
যেতে হবে বহুদুর লিখতে হবে অনেক কবিতা এ গাঙ্গেও বদ্বীপ থেকে সুদূর ইউরোপে পৌছে দিতে চাই এ আক্ষ্যান কিটস আর শেলীর কাছে৷
এসো আমরা প্রেম করি,
পদার্থে আমি কম্পন পড়েছি কিন্তু কম্পন শিখিয়েছ তুমি আমায় ।
হৃদযন্ত্রটা কখন অবশ হয়ে যায় তা আমি একটু পরেই শিখতে চাই প্রিয় ।