পূজ্য প্রেয়সী, খোপা থেকে ছুঁয়ে ললাট
কে আঁকে ভ্রূ, উন্নত নাক, টোল পড়া গাল।
গলার তিনটি ভাঁজ আর একটু নেমেই
উন্নত স্তন,ঠিক যেমন হলে মানায়, তার নিচে হৃদয়।


যদিও হৃদয় দেখিনি টের পেয়েছি শুধু।


গভীর নাভীগহ্বরে অবগাহনেই সময় পেরিয়ে গেল,
তখন মাটি থেকে স্বর্গে চলে গেলে
হলে প্রেয়সী থেকে পূজ্য দেবী।
আবার স্নানের সংকেত আসে হৃদয় থেকে।


যদিও হৃদয় দেখিনি টের পেয়েছি শুধু।


স্নান শেষে আমরা পরস্পরের পূজ্য প্রতিবার,
আমাদের রক্তে খেলে প্রেম আর পূজা;
আমরা এক, অভিন্ন তর্পণে, অঞ্জলি
আর খাবার থালায়।


যদিও হৃদয় দেখিনি টের পেয়েছি শুধু।