ঘাসফড়িং এর পাখায় চড়ে দুজন পাড়ি দিতে পারি আটলাণ্টিক,
জল হয়ে শুয়ে শুয়ে সমুদ্র-সঙ্গমে যেতে পারি নিরন্তর,
ঝরনার মতো পাহাড়ের গা ছুঁয়ে স্নান করাতে পারি অনন্তকাল,
কাল পেরিয়ে যাবে না আলোক-বর্ষ ঘুরে এলেও পৃথিবীতে,
তখনও যৈবতী তুমি আর আমি সাতাশে যুবক,
জলে আর তেলে, তেলে আর জলে মিশে হতে পারে বন্ধু,
হতে পারি ফুল, যে পূজ্য ব্রাহ্মণ-শুদ্র আর দেবতা-অসুরের।
জাগছি রাত ছারপোকা আর তোমাকে নিয়ে, পড়ছি তোমার রসায়ন,
মানবিক অথবা মানসিক বিক্রিয়ায়।


ভাবছো কি তাই?


যদি ভাবো তবে বলবো টেলিপ্যাথি,
জয় হয়েছে আমার তোমাকে ভেবেই,
প্রেম না হয় নাই দিলে এ দরিদ্রে;
তবুও নিত্য সাঁতার কাটবো তোমার সমুদ্রে।
মনে মনে বারবার ছুঁয়ে আসতেই পারি
এখনও হয়নি তৈরি কোর্ট-কাচারি;
টেলিপ্যাথি বিচারের।