মাটির কপালে আঙ্গুলের কালিতে লেখা
খাতা কতোদিন বেঁচে থাকতে পারে?
যেখানে ঝড় হয়, ধুলো উড়ে পড়ে ধুলোর উপর,
মাটি জমে মাটির উপর, জলোচ্ছ্বাস তন্দ্রাচ্ছন্ন হয়, ঘুমায় সমুদ্রে, আমরা স্নান করি সেই ফাঁকে।
এতো দুর্যোগের মাঝে তোমার নাম টিকে থাকবে না,
বেঁচে থাকবে না,
তুমি কবি নয়, নয় বাদশা নামদার;
আমি ছাড়া কে চিনেছে তোমাকে?
তুমি গড়তে পারো একটা পুরোদস্তুর মানুষ,
নিঃশ্বাসকে টান মেরে করতে পারো অনেক দীর্ঘ।
মাটিতেই তোমার নাম লেখার সামর্থ্য হয়েছে শুধু,
হৃদয়ে আজীবন  এবং মরণোত্তর,
কিন্তু পরশ পেলাম না তোমার ত্বকের।
কে যেন আমাকে পূজ্য বানিয়েছে, সেবক নয়, নয় প্রেমিকঃ জানতো।