মৃত্যুর সঙ্গে সঙ্গে কিছু সত্য ঢেকে যাবে,
মাটি চাপা পড়ে যাবে, পুড়ে যাবে।
কেউ জানবেনা কেউ জানবে না,  কেউ বোঝেনি যা এতদিন,
পুষে রেখেছি বুকে এত আদরে সাদরে সদরে আনি নাই সে গোপন কথা,
ছায়া দীর্ঘ হয় আমি ছোট হতে থাকি সূর্য ঢলে পড়ে গ্রামীণ প্রান্তরে, পথের দুই ধারের গাছ প্রণাম করে অস্তকে কখনো কাঠুরের হাতে প্রাণ দিয়ে অন্ন জোগায় রাধুঁনিকে; সাতাশ বসন্তে
বলি নাই বলি নাই এতো দুখের কথা,
মরিচ বাতির আলোক সজ্জায় দেখি ভাস্কর্য ঢাকা পড়েছে, অগনিত মানুষের কোলাহল, ছলছল চোখে জলের বিন্দুতে
ভেসে ওঠে তোমার প্রতিচ্ছবি।
মৃত্যুর অপেক্ষায় আছি, পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততোদিন এ কথা কেউ জানবেনা,
যে প্রেমে ছিল শৃঙ্গার, ছিল ক্লান্ত হওয়া দীর্ঘঃশ্বাস, নুয়ে পড়া উন্মত্ত ভালোবাসার বাসা ছিল আমাদের হৃদয়।