আষাঢ়ে উনত্রিশ, ঘাম-ক্লান্ত মনে অঘোরতন্ত্রী হৃদপিন্ড
নবোদ্গত উদ্ভিদের মতো অঙ্গ অঙ্গার রোদে।
অচন্দ্রচেতন নই, নাটাই শরীরের হাতে অজীর্ণ প্রেম,
অঞ্জনি চোখে ক্ষীণদৃষ্টির হাতলে অট্টালিকা গড়ব।
অত্যুক্তি হবে না যদি বলি ক্ষুধার্ত কবি, লিখতেই জানে
ভাবনার অধিবেশনে সভ্য-অসভ্য সদস্যগণ।
যে ইজারা দিয়েছিল সব; ইত্যবসরে সে কেমন আছে জানি না,
চারদিক উপজাত বেষ্টিত হয়ে এঁটো হাত করছি কেন?
এখতিয়ার আছে ওদের এলো-মনে ঘুরবার জনে জনে;
যদিও মাথা ভর্তি ছাইপাঁশে।
উদ্বর্তনের জটিল পথ পাড়ি দিয়ে কখন দাঁড়াব দোরগোড়ায়
আলিঙ্গণে শীতল হব বৈশাখের দাবদাহে।