অনুর্বর মস্তিস্কে চাষ করি রাতজাগা ঘুম
মন-কলমের যুদ্ধ-যুদ্ধ খেলায়।
কী লিখব, কাদা-মাটির গন্ধের কথা
ইট-পাথরের দেয়াল চকচকে রোদের দোলায়;
রাজপথে মরিচিকা দেখার ভ্রম
নাকি কিষাণীর উদোম পিঠের ঘাম,
অনুসঙ্গ উপমাহীন কবিতার কথা
রাতকেই প্রেমে,জেগে জেগে দিই দাম।
মগজের জমিতে ফলে ফসল ক্লেশ,
শেষ খাম যাবে শূন্য, ঠিক ঠিকানায়
আশার বাতি জ্বালিয়ে নিরাপদে,
খুলে দেখা স্বপ্ন বারুদ নিরুদ্দেশ।