আমার বেকার অনুভূতির গল্পগুলো
গুলশান গরে দশদিগন্ত ছোঁয়াছুঁয়ির,
মন্থর গতির রোমন্থনে হৃদয়-খামারে
হৃদয়-ছবির স্তুপ-
শঙ্খ-বুক যার।
বেলা শেষের বেলায় অবেলায় দেখা
হলো আমাদের।
কেন?
কুয়াশাচ্ছন্ন নিঃসঙ্গ রাস্তা এ অনিশ্চিতে
তাকিয়ে যখন খুঁজে পাই
চেতনার মুখখানি,
কী যে শক্তি পাই বুকে তা নিশ্চয়ই
জানা আছে।
এ কোলাহল থামে রাতের ঘুমে আপনাকে ভালোবেসেই।