শীতের আলোয়  শেষ বিকেলের  হেঁশেল
নহর ধরা তাপে বিঁধলো চোখে শেল।
ভয় করি না ডর, তবুও মুখ মলিন
বলতে চেয়ে একটি কথা বলব কতদিন?
ভাবের বরই এতই সোজা কোথায় পাবে মই
কানাই সেজে বেলতলায় তাই দাঁড়িয়ে আমি রই।
দিন যে গেল, মাস গেল, গেল সাধের বাদাম
জ্বললো শুধু প্রেমের মশাল, ঝরলো শুধু ঘাম।
পইপই করে শুনবো যেদিন কোথায় গেল গোঁসাই?
আছি আমি এখনও যে, আমার ভিটিআই!