দুনিয়ার সাথে মেলানো যাচ্ছেনা তাল
এমন শক্ত দিনে কি করি ও রাবেয়া
এখানে এসে বসো সহজ কথার কথা
কেউ দাম দেয়না, হেসে উঠি একা
তুমিই আমার সব বহুদুরের রাবেয়া
শুকনো পাতার উপরে ফুটে থাকা
প্রেমের গান খুলে দিচ্ছে অনেক অবহেলা
দিনের শেষে তুমি ভাবো তারে পুর্নতা
কি করা উচিত এখন, বলে দাও, জানিনা
মানুষ এভাবে চায় সমস্ত নাগালের নাগাল
বাতাসে উড়ছে দারুন মেজাজে তোমার
হেটে যাওয়া, মেলানো যাচ্ছেনা তাল
এমন শক্ত দিনে কি করি ও রাবেয়া
তাড়াতাড়ি বলে দাও, বিশাল তৃষ্ণা ফাটা
যে মানুষের তার কাছে চলো যাই এইবেলা
দেখি তারে, শুনি তারে, বলি সব বেদনা
কিভাবে হয়ে যায় চকচকে তরল আরো বড়ো বেদনার বাগান, তাবৎ সংসারে তুমি
কবে জানতে পেরেছিলে উপহাস প্রতিবাদে
আমাদের বেদনার বাগানে, যেভাবে স্বভাবে
খেলা করে যায় শিশুদের দল মহা আনন্দে
আমি তো এসব কিছুই না জানি, আহারে
ধরো, খুলে দেই বাঁচার বাসনা, নিয়ে যাও
রেখে দাও সাবধানে, একাকী ভয়াল এমন
জীবন, তুমি জানোনা কিছু আমার রাবেয়া
বাতাসে উড়ছে তোমার নাম, প্রফুল্ল জবা।