এরপর এসে কেউ ভালবাসি বললে,
তাকে প্রথমেই বলবো, অমৃত ফুরিয়েছে, বাকিটা শুধুই বিষ।


এরপর এসে কেউ ভালবাসি বললে,
তাকে দ্বিতীয় ব্যাক্যে বলবো, নিংড়ে নিও সবটুকু, ক্ষতি কি!! নাহয় দুজনেই বিষাক্ত হলাম।


এরপর এসে কেউ ভালবাসি বললে, তৃতীয় বাক্য হবে, তুমি পুরোটাই পুড়ে যাবে উষ্ণতায়, বারবার এলোমেলো হবে আমার হাতে।


এরপর এসে কেউ ভালবাসি বললে, চতুর্থ বাক্য হবে, সবকিছু বিকিয়ে দেউলিয়া হবো আমি, নাহয় একটু ঋনী রইলাম নদী বা তোমার কাছে, ক্ষতি কি?


এরপর এসে কেউ ভালবাসি বললে, পঞ্চম বাক্যতে, নরম শীত চুপ করে হেটে যাবে ঘর থেকে, জেনে নিও, আমার শিকলেরা ও আজ স্বাধীনতা বড্ড ভালবাসে।


এরপর এসে কেউ ভালবাসি বললে,
শুয়ে পড়বো তার সাথে, সোয়েটারের ভিতরের উষ্ণ বুক নয়, ক্ষমা করবেন, আমি একটু মগজ খুলে দেখব অন্তর্বাসের নাম্বার আর "মুখোস খুলছি, মুখোস পড়ছি " ব্যাতীত কি আর আছে তার মগজে!