ফুর্তিভরা ফলের স্বাদ কোথায় লুকিয়েছো
পাখির পরিশ্রমে
পৃথিবীর জ্বলন্ত জঠরে
তন্ন তন্ন করে
পেলাম না তো
খুজে।
গৃহে
দীর্ঘ সন্ধ্যা
কত্ত ঠাট্টা
শুয়ে বসে
কাটিয়েছি দুজনে
মিলিত
দেহের গন্ধে
ফুল ফোটে
শরীর তো
স্মৃতির রাস্তা
আমরা জেনেছি
আমরা দেখেছি
ফসলের ক্ষেত থেকে
উঠে আসে
যেভাবে
মুমুর্ষ তুষাররাশি
শিশুরা ঘুমায়
যেভাবে
তারও অনেক দূরে
মলিন দীঘীর জলে
আমিও ঘুমাবো
একদিন
ফুর্তিভরা ফল
চাবাতে
চাবাতে