নিদ্রিত পাখিদের জাগরন
যখন স্পর্শ করে
করোটির মতন জোস্নালোক
আর করাতে কাটা অলস বৃক্ষরাজিকে
কিভাবে অস্বীকার করবে
মানুষের বুকের মাঝে তখন তুমুল তোলপাড়,
বালুকার ঘুর্নিঝড়
মুক্তোর মতন জল মুহুর্তে বাস্পীভুত হয়ে উঠছেনা?


অস্বীকার জটিলের মতন অতটা সহজ ব্যপার নয়।


তবুও,
সকল মানুষ কায়মনোবাক্যে মানুষকেই একান্তে চেয়েছে
মরীচিকার মতন হাতছানি তুলে তৃষ্ণার
সবাকার আত্মিক চাওয়ায় সাড়া না দিয়ে পারেনি..


এই মাটি
এই গাছ পাতা
এই মানুষ আর মানুষ
আমিও তাদের একজন
শুস্ক হৃদয় তৃষ্ণার্ত...
গোধুলিতে ধুসরতার ওড়না উড়িয়ে
মানুষের সকল গর্ব খর্ব করে
তোমার রুপালি রাজ্যের অমৃতধারায় সিক্ত হবো এবার
মানুষের কাছে, আমার কাছে, তুমিই সে প্রাণদায়িনী, তুমি ও মানুষ এক চেখে নিচ্ছো দিগন্ত নাগিনী চেরা জিভে আকাশ...


আকাশ...যে আকাশ মানুষের, যে মানুষ আকাশের...