অথবা মগবাজারের দিকে চলে এসো
নিবিড় বিশ্বাসে
আমাকে খাতা কলমে
বুঝিয়ে বলো
তোমার
দুঃখের কথা
সকলের'ই নিশ্চয়ই দুঃখ আছে।
দুঃখ
আমি তাকে কত কত দেখেছি
সিড়ির দরজায়
আমি দরজা খুলিনি
বলে বেচে গেছি
বা
মগবাজার কে ধরো আমিই বাচিয়েছি
এখানে আর একজন দুঃখী মানুষ ও নেই
শুধু আমরা তিনজন
যারা কবিতা লিখতাম
তারা এখন চাকরি খুজে চলেছি
দুঃখ
কতদুর কতদুর
যেতে পারে
আমরা তার কি বলবো বলো
উধাও তেপান্তর
বালির বিস্তৃতি...
যোজন যোজন দূরে
তুমি থাকো
আরো থাকে
তোমার বন্ধুরা
ক্রমশ বিবর্ন হয়ে যায় সব
"ভালোবাসা একদিন খুব বড় দুঃখ জেনো"
অথবা, মগবাজারের দিকে চলে এসো
এখানে সারাদিন বিকেলবেলার হাওয়া গাঢ় জাগরনে দেখি একাগ্র নিবিড় অবকাশ অন্তহীন সমুদ্র  নির্বিরোধ অন্ধকার..বিস্তীর্ন তমাসার ভেতরে জাগ্রত তিন অসম্ভব নিঃসঙ্গ পাহাড়