ম্যাজিক বুক হতে বেরিয়ে এসেছে এক বার্বি ডল। তার নাম দিলাম জল আর অজস্র হাতে ছুয়ে রইলাম আমি এক নিসঃঙ্গ মানুষ।


তার হাত ধরে হাটছি কলোনীর অলি গলি। হাউজ নং সাতাইশের সামনে।


রাতে তাকে বুকের উপর নিয়ে শুনছি -"আনন্দধারা বহিছে ভুবনে - দিন রজনী কত অমৃত রস উথলি যায় ও অনন্ত গগনে "


আগামী সকালে -
আমি তাকে ম্যাজিক বুকের মধ্যে রেখে দেবো।


বোবা বার্বি ডল, তখন নিশ্চয়ই বলবে - পরেরবার ম্যাজিক বুক হতে একটা বাঘ বের হয়ে আসবে!