বেদুঈন এর বক্ষ ছিঁড়ে, জানালার ওপারে দীঘিনালার শ্মশানে পুড়িয়েদে!
হৃদে আটকে থাকা শকুনে এসে দেখে যাক-- আত্মঘাতীক মৃতসংগী।


রাইফেলের ডগায় মানবতা ঝুলিয়ে
সংগীত বলতে বলতে পতাকার মতো উঠিয়ে ধর।


রাস্কেলের আঙ্গুল বয়ে গড়িয়ে পরুক চক্ষুলজ্জা।
রাষ্ট্র তাকিয়ে থাকুক শ্মশানের দিকে।


মৃতশরীর আগুন খেয়ে ছায় হয়
কবরের চাপায় হাড়ভাঙ্গে।
শুভোধেরা সাধু হয়
জ্ঞানীরা পাগল হয়।



৬ আষাঢ় ১৪২৭, শুক্রবার