_______________
তোমায় ডাকি প্রজাপতি ,এসো আমার কাছে ,
আমি একটা ফুল গো ,সুবাস আমাতেও আছে !
তোমায় দেখে ছোট্ট থেকে ডানা আমি চাইতাম!
ডানা পেলে এখান,সেখান মজা করে উড়িতাম!


কোথায় এতো রঙ পেলে ? কে দিলো নক্সা এঁকে?
মরি,মরি মজাতে ঢঙি, কেমন উড়ছো এঁকে বেঁকে !
যাওনা স্কুলে , পড়াশোনা নেই ,ভালোই আছো তুমি,
মানুষের পেটেতে জন্মে যতো পাপ করেছি আমি!


পড়ার সময় পড়তে হয় ,খেলার সময়ে খেলা করি ;
নাহলে বাবা,মা, মাষ্টারের কাছে,মার খেয়ে যে মরি !
আঁকতে হয় ,গাইতে হয় , নাচ শিখতে হয় আমাকে ,
মধু খেয়ে উড়ে বেড়াও,বকে না তো কেউ তোমাকে!


উড়ো উড়ো ,উড়েই বেড়াও ভবিষ্যৎ তোমার কিছু নাই ,
এখন তো পড়ার সময় ,মা ডাকে শুনছো ?আমি যাই !
_______________