🦎🦎🦎🦎🦎🦎🦎🦎
শিরোনামঃ--টিকটিকি ও খুকু।
সৃজনে---মল্লিকা চক্রবর্ত্তী।


______________________
টিকটিকি তোমাদের ভালবাসি খুব আমি
জ্যোতিষী খনা মার জীব খেয়েছিলে তুমি!
ঠিক কথায় টিক টিক আওয়াজ সদা দাও ,
দুর্ঘটনা হবে বুঝলে যেতে বারণ করো তাও!


সারাক্ষণ নোংরা করো মেঝেতে দেওয়ালে ,
যদি পড়ে খাবারে যেতে হবে হাসপাতালে ।
বমি করে মরবো তখন, কি হবে তা জানো ?
সারাক্ষণ বাচ্চা দের ডেকে তোমরা আনো !


বারণ করে বকে দিচ্ছি,নোংরা বাহিরে করবে,
লালহিট দিলে তখন জানো খোঁড়া হয়ে মরবে !
আরশোলা আর পোকা মাকড়,ধরে ধরে খাও,
ছেড়ে রাখে মা তোমাদের বারণ করনা, যাও !


একটু বাদে আসছি আমি ,এখন যাই ঐ মা ডাকে
টিক,টিক! যেতে দেবেনা ?বলছি দাঁড়াও মাকে !
_________________________