মানুষেও কিছু রোগ লেগে থাকে
হৃদয়ের ঘরে দুর্যোগ
কখনও জটিল সহজ কখনো
অরাজগ যত উদ্বেগ I
ভাবনা যখন লাগাম কষেনা
ছ্ন্নছাড়ার হিতাহিত
কেই বা রেখেছে খবর যে কার
কত কার বল সংবেদ
সাজানো বাগানে সহজে ঘরেরা
অনেক করেছে খাতির
মানুষ সেখানে গোলাপ বুনেছে
অতি সযত্নে প্রকৃতির
মরু হয়ে আছে শুষ্ক প্রাচীন শত
কে কবে বুনেছে চারা
হৃদয়ের ক্ষতে ফল্গু ধারার মত
স্বার্থবিহীন দ্ব্যর্থ বসুন্ধরা i