দেখানোর মত কি আছে ?
দৃষ্টি ঠুকরে ঠিক কি.......
একটি প্রশ্নের জন্য
মড়চে পরা হাতে ঘূর্ণিপাকের তূণ
গতকাল ও আজকের
বৈষয়িক যুদ্ধ


মৃদঙ্গের বুক চিরে হা' হুতাশ
সবটারই জানা
ঠুকড়ে অথবা খুঁটে
অদৃশ্য শক্তিকে সামগ্রী দিয়ে
নিরালায় বসেছে অক্ষর
তাতেই দৃশ্য আছে
ষোড়শ কলার I


নিশ্চিন্দার বুকের ওপর
জমকালো ঘর
গর্ভবতী রাত থেকে প্রৌঢ়ের শ্মশাণ
নিভু হয়ে থাকা প্রজন্মের চোখ
কে তখন ভালোবাসা চায়
চৈতীরা কনক হৃদয়ে........?


নিংড়ানো শবে শুধু
ওংঁ কার মন্ত্রের আওয়াজ
সাধ জমে পূর্বাশা হলে
ভালোবাসা জ্যোৎস্না হয়
বাতির আবডালে...........