যখন প্রকৃতি হাসে
আমিওতো হাসি
নুইয়ে আসে পড়ন্ত বিকেল
মৃদু হেসে ধরিত্রীও
কন্ঠলগ্না হয়,
বিবাগ বাঁশরী বেহাগ বাজায়
জেগে উঠি দুর্নিবার আমি
চোখ ফোটে ফল্গু কুড়ির
আমি উঠে আমারে ওঠাই
আলতো ছোঁয়ায়
মুখে তার এঁকে বৈভব
কামরঙা রৌদ্র প্রলেপ
শুয়ে দিই জলের ওপর
নদীর ওপর
বুকের উপর
দু'জনায় ভাসি,
হাসি দু'জনায়।


একে তুমি প্রেম বল না ...................... ?


With nature I lough
Shadows bay down.
Nature closes to me
With love.
Basi flows behag
arises me the best
Buds open there eyes
Awakens me and call myself,
Touches her a gentle face of burn
Lay down on water
On river
On heart
Both flatter
With love.


Hay , do you not feel love .................. ?