আছে যা তাতে কুয়াশা জড়ানো
নেই তাতে হ্যালোজেন
সময়,সুযোগে বর্গীরা ৺খোজে
দৈবিক সিটিজেন।
দশের দেওয়ালে লেগে আছে কত
মহেঞ্জোদারো ছাপ
মানুষ খোঁজেনি রক্ত, ঘামের
অগনিত বনিয়াদ।
ঘামের কাহিনী কথা বলে যায়
ইট ৺পাজরের গায়
আমরা মুছেছি রক্ত কাহিনী
এ যুগের অবেলায়।
সত্যি ঢেকেছি মাটিতে মুড়িয়ে
গোর্খা কাপড় ঢেকে
মিথ্যাচারের দুর্গ গড়েছি
রক্ত শস্ত্রে মেখে।
সততার কাছে কবুল করেছি
মিথ্যের কেয়ামত্
দৃশ্যপটের মঞ্চে রেখেছি
রং, মোড়া শরাফৎ।
মানুষ রেখেছি ইশারায় কিছু
সুতো বাধা খেলনা
গঠন যা কিছু মুড়িয়ে পাচার
কুয়াশার ছলনা ।
অগঠন আছে প্রথমে প্রকাশে
লোকায়ত দলমত্
গঠিত চেয়েছে সংস্কারের
ধূপ,দীপ সংঘাত।
আছে যা,যাহারা আবছা আলোর
হতাশার দলগত
যাহা নাই আজ হ্যালোজেন আলো
চকচকা ধারাপাত।