আঁধার মানেই চুপ কথাদের সারি
মন গহনে লুকিয়ে যোগ সাজশ
ভোরের আলোয় জখম খবরগুলো
প্রাক সকালের নন্দিত খোরপোষ....l


আঁধার হলে উঠবেই সে জেগে
ঘরদোরে যার নিয়মবিহীন ছোপ
ধোঁয়ায় আঁচে পাঁজর পোড়ায় যারা
হৃদয় বিহীন মানবতার শোক....।


আঁধার মনের নিয়ম গুলো একই
জলের ধারায় প্রাণের কাটাকুটি
সব মনেতেই লুকিয়ে চাষ আবাদ
মন জুড়ে সব ঘনায় বিসংবাদ।


আঁতর দানে গল্প ওঠে জমে
ভাসছিল যা অতীত কথাঞ্জলি
শূণ্য জুড়ে আঁধার ওঠে জ্বলে
আঁধার সে তো মনের গোলাগুলি।


সব সকালেই মুখিয়ে থাকে ফেরা
আঁধার বেয়ে মনের কাছাকাছি
সব সকালেই নোটিশ টাঙায় তারা
ফিরবে যারা মনের পাশাপাশি।