আলোকের তলে আঁধার নেচেছে
পাশাখেলা নাচ শকুনীর
এ প্রবাদ ঘিরে পুরাণ্ রচেছে
মানব চরিত জীবনীর !


অহিংসা রোষ পাশাপাশি চলা
অতীতের খতে অম্লান
মা'বোনের গতে অস্ত্র সেজেছে
ভায়ের ঝুলিতে আরাকান !


কেজি দরে লোক বিবেক বেঁচেছে
মেয়ে,বৌ কেনা বেচা
আঁধারের হাটে সেই ট্র্যডিশন
সমানে চিরাগ গোঁজা !


মগজের ঘরে অপরাধ বাঁধা
নিরীহের কাঁধে ঝুলি
নরক পঙ্ক আঁধারে দোসর
প্রবাদের পদাবলী !


তোমাতে জীবন বেসে নির্দয়
হৃদয়ের ঘর ফাঁকা
মরুর বুকের হাহাকার আর
নিঃষেশ আয়ুরেখা !