প্রেক্ষিত উপাসনা যখন
যোটবদ্ধ প্রবঞ্চণার শ্রেণীবব্ধ কফিনে
তিনশো ফিট উচ্চতার এক
শ্রেনীবদ্ধ প্রলাপ


যে সম্ভাব্যকে উদ্ধার করতে হয়
ফাঁকা রাস্তার কৌতুকপ্রদ
বিন্যস্ত লজ্জাখানায়,


রাবণের মত একদল উঠে আাসা
ভবিতব্যের হাতে..........
রামায়ন নয়
একখানা কিংবদন্তি হোক্
রাখা হোক্ সেইসব চারিত্রিক উপকরণ
তার পথ ধরে হেঁটে যাক্ সমাজ
রাষ্ট্র মানুষের সংস্কার
তারপর এস প্রজন্ম কুর্নিশ করি
সেই রাবণকে........


উলঙ্গ দাগছোপ ঘিরে যখন
লজ্জাবস্ত্র ফেরত দেবার পালা
একে একে পৌরুষ দাঁড়িয়ে
রাম নয় কিংবদন্তি সেই
রাবনই উদ্ধারক................