উৎসবের এই পাবন যদি বলিস
উদোম কেন পথ শিশুদের দল
মা তোর চাতাল বৈভবে ঝলমল
ওদের ভূমে আঁন্ধার কেন ঢালিস ||


ছলকে ওঠে চটকদারের আলো
দৌড় চলেছে পয়সা ওড়ায় যারা
হাত পেতে ভূখ্ ছটাক কিছু ছেলে
কেউ বলেনা প্রেমের প্রদীপ জ্বালো ||


ঝঞ্ঝা প্রলয় সব দিয়েছে যারা
তুই বুঝি মা তাদের প্রাসাদ তলে
আশির্বাদী শান্তি ছেটাস জলে
দুর্গতি দিস অনাথ সর্বহারা  ||


মা তুই ভোগের অসম পূজার ছলে
অঢেল দিলি কেউ পেলনা মোটে
ব্যঙ্কে ব্যলেন্স প্রাসাদ প্রসাদ বাড়ে
দিব্য আছিস পল্লবিত ঘটে ||


দুস্থ: আঁতুর বুক ভাসালো যারা
গুনলি তাদের নিযুত কোটির ভেট্
মদত দিলি সন্ত্রাসীদের দাওয়ে
মা সেজেছিস কিসের সর্বহারা ||


কেমনতরো পাবন দু:খ সুখে
পুড়ছে ভিটে মানুষ মারা ছল্
দেখবে ওরা চরম আকাংখায়
মলিন মুখে সালঙ্কারা মা'কে ||


আগমনী ছড়া "