আগুন নামের শপথের পাশে
জীবনের বরদান
সুখ দুঃখের দোলায় দুলেছি
অগনিত সংগ্রাম।
আগুন ছড়ানো রাজপথে এসে
হৃদয় ৺টিকিয়ে রাখা
বস্তি প্রাসাদ দু'মুঠোর দায়ে
রক্ত জিইয়ে থাকা।
সংসদ আছে সীমাহীন তার
অস্ত্রের ঝনঝনি
মানুষ নামের দ্বন্দে মিশেছে
যজ্ঞের খুনাখুনি।
মুকুট,পালক সবটা রয়েছে
মানুষ ছিলোনা বলে
সাজঘর তার অবহেলা সয়ে
মালাটি গিয়েছে ফেলে।
আগুন পুষেছে প্রেমের বদলে
পোষ মানা শত্রুতা
উঠেছে উচ্চে লেলিহান তার
আদৃত বশ্যতা।
সবশেষে আজ হু হু ক্রোধানল
জর্জর বাতাসেরা
মাল্য ওড়ায় রক্ত, ৺পাজরে
শতকের ঘাতকেরা।