আহা নেচে নেচে যায় হেঁটে হেঁটে
জল ছিটিয়ে, তাল তোলে পায়ে যেন গরজায়
পিয়াস চিবুক মিটিয়ে I
রং লাগে গালে ঢেউ হিল্লোলে
কত ছন্দের দোলাতে
রামধনু শাড়ি চলে কিন্নরী মেঘের
পালক ভেলাতে l


নিক্কন তালে দুলে ওঠে প্রেম
আকাশি শাড়িতে চমকায়
ওডিশি ছন্দে জলে ছমছম
বৃষ্টির ফোটা ঝলকায় l


কি হল কেন গো উতলা এমন
পাগল মেঘের দরবেশ
ও মেয়ে তোর দয়িত বুঝিবা
জলকেলী খেলে নিঃশেষ l


আষাঢ়ের গায়ে কে দিয়েছে শাড়ি
রাতভোর বুঝি লয় তান
তাই কি নোলকে জল ছল্ছল্
বৃষ্টি মেঘের সরগম !


আহা সাত রং ঢেউ লাগে দেহে
সাদা কালো মেঘ ঠমকে ঠমকে
বিজলী আলোয় কত চ্ছটা ফুটে
নব রাগিনীর হিল্লোল ওঠে
মেয়ে চলে যেন ময়ুরী,মেলেছে পেখম
যেন সাত রং বৃষ্টি জলের মাধুরী l


কাছে ডাকে আয় সাত সুরে গায়
তান লয়ে যেন ঘূর্ণি
আকাশ বাতাস কেঁপেছে ঠমকে
প্রলয় যেনরে উর্মি l


থৈ থৈ বান নাগেরা তুফান চারদিক মহা শোরগোল
আহা আহ্লাদী বৃষ্টির জ্ঞাতি
উন্মাদ নাচে ঝঞ্ঝায় l


গুরু গুরু মেঘ ঝমঝম্ তালে
নৃত্যের কত হিল্লোল
দুলে দুলে ওঠে ফুলে ফুলে তান
আলাহিয়া তালে বিলাবল l
তালে তালে ওর পাতা মেলে শাখে
কুড়ি মেলে চোখ সলাজে
ফুলের কোলাজে নৃত্য গৃহীরা
নেচে ওঠে এই সুবাদে I