কবিতা আমার শেষ প্রহরের
শয্যার উপবন
ভাতের থালায় চতুষ্পদী্র
আর্তির নিবারণ।
যৌবনে তুমি বাঁধনহারা
রবি তারকার শশী
আঁধারে তুমিই আলোক শিখা
তোমারেই ভালোবাসি।
জিভের ডগায় তোমার নামের
বর্ণেরা নেচে যায়
ক্ষুধার দুয়ারে দেনা ভর করে
জনতার বাহবায়।
ছেলেবেলা গেল বিদ্যাসাগর
কৈশোর দো'টানায়
যৌবন মন প্রেম নিয়ে গেছে
আকিবুকি ছলনায়।
আজ সবাকার হৃদয় ছেয়েছে
উত্তরণের নাম
আমার গভীরে কবিতা শুয়েছে
ক্ষুধাতু্র সম্মাণ।
তোমায় চেয়েছি বৃষ্টি ঝড়ের
দূরন্ত মরুঝড়ে
রক্তাক্ষরে লিখেছি তোমায়
হৃদয়ের দরবারে।
ঢুকেছে বর্ণ বিবর্ণ সুখে
কাব্যের গালিচায়
কে বল এমন সুখ সপনের
ঠিকানাটি পেতে চাও |


********** ********