গাইতে পারবে না জানি
যেমন করে চুপটি করে বসে থাকতে
খুব খারাপ লাগলে বলতে "উহু
ঠিক তেমনি করেই.......


দিনের উত্তাপ
পরম ঔদার্য্যে টেনে নেয়
যেমন
রাত্রির গভীরতা
ফিরিয়ে দেয় প্রত্যাশিত সকাল


তেমন করেই আমার উপোসী মুখ
তোমায় ফিরিয়ে দেয় বারবার
এভাবেই তুমি এসে দাঁড়াও এক্কেবারে
পাশে.........নিঃশ্বাস বিশ্বাসের


ভুল চলা এলোমেলো বিক্ষিপ্ত হলে
তুমিই তো হাত ধর  স্নেহে
যেমন করে মৃত্যুকে উপেক্ষা করে
জীবন ফিরিয়ে দেয়
সময়.......অসমাপ্ত অনাদায়ী


গাইতে গেলে একরাশ স্তব্ধতার ভীড়
হবেই তো, বিষক্রিয়ার এ জীবন
অবাঞ্ছিতের এ জীবন
অস্বীকৃত এ জীবনে তুমি ছিলে,ও ছিল
সে এক হরপ্পা স্বপ্নের প্রাগতত্ত্ব
সন্দেহ অথবা প্রমাণিত.........


কিংবদন্তির মাটি তুলে আজ
নান্দনিক অর্থে
আমায় পরানো হল কফিন
উত্তরণ ভেবে
আজও আমি
তোমায় দেখছি,
এসে বসেছ এক্কেবারে পাশে........চেতন মননের l