যে কোন বৃত্তে !
আসলে সম্পদ ভেবে  
কোটরে এখন
মৃত্যু , ভয়ের গুপ্তহত্যা রাখা হবে
গোপনে, সত্যির মতো...


গতকাল সরিয়ে ফেলা হয়েছে
সত্যি ছকের বৃত্তান্ত
স্বৈরিনী হবার বানানো গল্পে তখন
প্রকান্ড ষড়যন্ত্রের ছাপ
সবকিছু সত্যি ভেবে ওরা লুকিয়ে ফেলেছে
ফাঁকতালে যদি মিথ্যেটা
সত্যি করে দেখা যেত ,অন্তত ছুঁয়ে...........


একটু শুনবেন
যদি মৌলিক ভেবে
গাছের শরীরে আবর্তের ফল ধরে
আর প্রতিটি হাত মুখ বদলে
সমস্বরে বাজতে থাকে
হু হু সঙ্গীত , চিরতরে.........?


আমি বলছি না ভালো কিছু
পুংতন্ত্রের প্রতিটি স্তর যেন থাকে
পরাক্রমী
নির্নিমেখ প্রত্যাশীর
অনন্ত পিপাসার ঝলকে ওঠা বৃত্তে
চির কমন্ডলু হয়ে , থাক না .......


চির অমৃতের মনিষ্যী এসে বসবেন
বসাবেন
বরং উদ্বৃত্ত থাক
প্রাঙ্গন খালি হলে ভেবে দেখা যাবে
আর্তির টান কতখানি
ততক্ষণ না হয় ছক্কার প্রস্তুতি চলুক......চলুক না