আমার মা '


এমন টেরি কাটা কানপাশা গহনা
ঠিক আমার মা পরতেন
আপনার মত আঁচল টি ছড়িয়ে দিতেন
কাঁধ থেকে মাটি বরাবর ঔদার্য্যে
গোলকধাঁধার মত বিরাট পৃথিবী
ভোরবেলাকার ঐশ্বর্য হয়ে জ্বলত
দুই ভ্রুর মধ্যিখানে।
রক্ত রাঙানো শ্বেত রাস্তার দুই ধার
কেশরাজির ঘনারন্যে দুই মেরু হয়ে
ফুটে উঠত গোল জনারণ্যের মত মুখটা
কাঁধ থেকে নেমে আসা টকটকে
সূতীর পাড়ে প্রদেশ সীমান্তের
সতর্কবার্তা দুলত হাওয়ায় _
নরম ঘাসের মত দাঁড়ালে
গোটা বঙ্গটা হুড়মুড়িয়ে পড়ত পায়ের
তলায়, ঘড়া কাঁখে কতবার দেখেছি
মায়ের তন্বী মেয়ের রুপ
কালো শাড়ির আঁচলে অগাধ স্নেহে
লুটিয়ে থাকত সায়োনারা, মাফিজার
খিদমৎ, অবিকল আপনারই মত _