আমি কবিতা
*****************


এখন শুধুই কবিতা
বাঞ্ছিত অবাঞ্ছিত এই আমি
যতকিছু প্রার্থিত কাঙ্কিত
অবশিষ্ট ছিল, আজ
নিরুদ্দিষ্টের স্রোতে ভাসমান
আমি শিল্পী হতে পারতাম,প্রেমিক হতে চেয়ে
যে বালক এক দীর্ঘকাল
দাঁড়িয়ে থেকে বিদায় নিল
খনন করে দেখানো হয়নি
কত সহস্র স্তূপ হয়ে আছে অবজ্ঞার বিনম্র স্তর
সে আজ নিশ্চুপ শুয়ে আছে
ওমের ভেতর !
হতে পারতাম কোন প্রার্থিত চরিত্র
কাব্যের রঙে হৃদয় কোঠায়
রাঙিয়ে তুলতে পারতাম কোন নিবিষ্ট মুহূর্ত
অথচ মাঝ রাস্তায় দাঁড়িয়ে ছিল যে
একবুক সহিষ্ণুতা দেবার
কোন যোগ্যতাই ছিলনা তার
দীর্ঘ যুগ পেরিয়ে আজও অবিচল
উঁকিঝুঁকি ভাবের ঘরে !
বিদ্রূপ করি নিজেকে,উপহাস লিখি কাব্যমালায়
হায়রে ভাগ্য !
হতে পারতাম কেন্দ্রবিন্দু
পদতলে থাকতো অসংখ্য প্রার্থিত কাব্যসমাজ
বসতাম চেয়ারটা টেনে একত্রে
বলতাম এটা সেটার পর দীর্ঘ ব্যবধানের কথা
কেন এ শহরে একটাও নদী গড়ে উঠল না
নিদেনপক্ষে একটাও উদ্যান !
নদী উদ্যানের দিকে চাইলে
দেখবে কেমন প্রেমিক হয়ে ওঠা যায় সহযেই
অবশেষে খুব কাছ ঘেষে প্রশ্ন করতাম
কেন আমরা অকালে হেঁটে চলেছি
মৃত্যুর দিকে ! কেন !