নাম মুছে গেলে


দপ্তর থেকে,এ শ্রেণী থেকে
কাব্য চর্চা থেকে,
দেশোদ্ধার থেকে, রাজ্যনীতি
কূটনীতি থেকে, অতঃপর
পঠনের কাগজ কলামে
জুড়ে যায় গরীব' তকমা
গরিবী হঠাও।
এইবারে লালবাতি জ্বালো


আমি সারদার মৃত সর্দার
দারিদ্র্যের নিঃসীম দোসর
তোমরা ছিনিয়ে শেষ সম্বল
ঠেলে দিলে অগাধ ৺আধার


দিনান্তের প্রলয় দেবতা সাক্ষী থেকো
প্রথম আগুনে, সেই মনিষীর
স্বর্গ হতে মর্ত্য হতে বিচ্যুত দৈবেরা
শুনে নাও,জেনে নাও
পরাহত রক্তাক্ত অসুর,মায়ের সন্তান
দরিদ্র,নিপীড়িত হলে
মুছে যাবে ক্ষয়ে যাবে সব
নামের ভান্ডার।


একদল সর্বহারা সবটা হারাবে
রাজাদের চাপে
ছিঃ শেখোনি কেড়ে নিতে,মেরে নিতে
৺ছো মেরে শকুন তান্ডবে
তাক্ করা ভান্ডে বুঝি কাকের প্রহরা ছিল
সভা করা ৺আধার কুঠুরী


মুছে দিয়ে নাম
ওখানেও একরাশ অসুর জন্মায়
হিংস্র নখড়ে চিড়ে দিয়ে
তোমার বৈভব রাজদ্রোহী উপনাম দেয়


ঐ যে বৃদ্ধ অনাদৃত ঘরে
বৃদ্ধা সম্বলহীন গোত্রহীন হাত পাতে
প্রাচুর্যের দ্বারে


ওর কোটি টাকা ঝাড়বাতি শ্যম্পেনে
লুটেছে অসুরে
দয়াময়ী
মায়ের আদরে।


ষ্টেশণ চত্বরে, বৈভবের ঘরে, রাস্তায়
ওরা মরে,ওরা মার খায় দারিদ্র্য ভারে
ওরা নামহীন গোত্রহীন
লালসার বরে চালাচালি দেহ
ওদের ছত্র নেই
ছায়ার ঝালর
৺পুজিহীন শ্রেণী আক্রোশ
অসমর্থ দেহে তাই
হাজার ও জটলা বাবুদের অস্ত্র শানানো


নাম মুছে দিয়ে
সরীসৃপ বুফের গ্রূপেরা
চেটে খাবে বলে
মুছে দিলে নাম
কাব্য বাগীশ আগুনের নামে
ফুটপাতে ভান্ড দেবে বলে
নাম মুছে দিলে
জনের দেবতা
ছড়িয়ে ছিটিয়ে টাঙি নাচে
পয়সার বেট্
সবটাই মুছে দিয়ে ইসকুল,কালেজ
বলে ; দৌড় দে , তাক করা গুলি


গরিবী নিধন।