মুখোশের আবডালে কেও
অস্তিত্বে আগুণ জ্বেলেছে
খাঁমচে ধরেছে ইতিহাস
প্রশ্নহীন নির্বাক শ্রোতাকেও !


প্রশ্ন ছিল নিয়মে নোটিশে
বুক ঠুকে লোভাতুর প্রজা
শিখবেনা কেউ সহবৎ
সকলেই আদতে শিক্ষক !


প্রশ্নের জটিল খসড়া
ঝুল বোনে আড়শোলা জাল
সেঁটে যায় কাঁনা মাছিদের
জোটবদ্ধ ভাকরা নাঙাল !


লোভের আড়ালে মরিচীকা
প্রহসনে কামড় বসায়
সেঁতু দোলে মাধবী নিকুজ্ঞে
মন্ত্রণার মারণ শালায় !


দ্বেষেরও দু' দফা নালিশে
বশীভূত প্রশ্নের লাশ
চলা তবু অবিকল তার
আগু পিছু কিন্তু সমাজ !


.   .      .         ..       ..     ..   ..    .