প্রাত্যহিকী -
এর নাম দিনে যার পান্ডুলিপি
রাতজমা ভাষার পাহাড় !


আহ্নিক -
খুলে যায় সাগ্নিক অঞ্চল
রুচি সাজে হরেক সাদরে, বিত্তেরা
টানটান স্থিত হয় থালের উপর !


সান্ধ্য -
জাগতিক সুধা এক উত্তরণ যেন
ধেয়ে নামে গতির ভেতর,যা কিছু
নি:স্বের লেনদেন,দ্বার খোলা
সন্ধি প্রহর !


আঁধার -
জানাজানি প্রকৃতি মানুষে
দিগন্তে নিরিবিলি প্রবল ঝাঁকুনি
খোলস বদল পূর্ণাঙ্গ মানুষ
আর প্রকৃতি বদল !


অপত্য -
জন্মেছিস বুঝি?
এই দ্যাখ
গর্ভে তোর মূর্তি রয়েছে
একে জন্মদাগ বলে


অজস্র উঠে আসা তৃষা
নর্মদা খরতোয়া
আরেক দাদুর কোলে ওঠে
ওরাও জন্মায়
কোন গর্ভ গৃহে


সবই তো মুছেছি
পার্লার ফিনিশিং টাচে
এ দাগ মোছে না কেন
ফের নারী হতে.......