হারিয়ে গিয়েছে স্নেহপট ঘিরে রাখা
কিছু মুখ কিছু চেনাজানা কোলাহল
সময় দিয়েছে প্রজাতির ভেদাভেদ
সমাজতন্ত্রে মেকী মুখোশের ছল্ |


বহু ক্ষত বহু বিষাদ ঢেকেছে আজ
পুরাণোর সেই হৃদয়হরণ বেলা
আজ ছায়াময় গোধূলির সেই দিন
মায়ের ছায়ায় ভারতমাতার খেলা |


মরে গেছে সেই ভারতমাতার কোল্
শিশুদের গোর পদতলে হাহাকার
রক্তের হোলি বিজয়ের নেশাতুর
কে কারে শোধাবে দ্ব্যর্থ বিষাদকাল  |


মলিন হয়েছে ডিজিটাল পৃথিবীর
ভাঙা গড়া মাঝে অগনিত পরিচয়
তাপিত হৃদয়ে সহানুভূতির আলো
মেলেনা কোথাও তীর্থে সমন্বয়ে |


পথ চলে গেছে যোজন যোজন দূরে
সময়টা পিছে বাহানা রেখেছে মিছে
মায়ের পায়ের দু'ছটাক জমাজমি
খোকা ভুলে গেছে নাড়ীর বাঁধন ছিড়ে |


তবু হৃদয় গহীনে কিঞ্চিৎ পরিমাণ
স্মৃতি হয়ে আসে কখন ঘুমের ঘোরে
কান্না হাসির ছেড়া ছেড়া কতকথা
আগলটা থাক স্বস্তির অভিধানে |