ধ্বংসস্তূপে
অন্তিম সময়টা দাঁড়িয়ে
অযান্ত্রিক বাঁশিটা
বাজলেই শুরু হবে দাহ
দল ছিটকে বেড়িয়ে
পড়েছে নাবিক প্রামাণিক বৈদ্য


বিবর্ণ বিষাদের
এই মাটি এই দেশ যাপিত সময়
ঘনিয়ে আসে বিকল যাপন
সর্বস্ব খুইয়ে সারমেয় তখন
নবজন্মের ঘাড়ে
দাঁত বসালো


এক সারিতে শেয়াল মানুষ
কে কাকে খাবে?
পোড়া দেহ ছুটছে মাতৃত্বের দায়ে
শিশু তখনো মৃত স্তনে মুখ গুঁজে


নাবিক প্রামাণিক সব
অন্তর্ভুক্ত রিমোটবন্দী যন্ত্রে
আরেক বিস্ফোরণ অপেক্ষায়।