ভাতের বদলে পাথর রাখিস
জলের বদলে বাটোয়ারা
উসখুস বুক জুড়ে তোকে আর পাই না
আমার তৃষ্ণাগুলো বাইতে দিস
মধ্যযামের ঘরে।


নিরিবিলি খুব তোকে নিয়ে নেব
রাত্রিযাপনে ,আমার অলিন্দে ঢুকে
বাসবি তো ভালো
কিছুটা চাইছি রে ,ধরে নে
অবশিষ্ট নেই আর কোন।


দিনগুলো আমার নেই আর
আসলে সবটাই ক্ষণিকা'র
হৃদয় বলে যতটুক চিনি বেশিটা অচেনা
পাথরে পাথর কাটে
মানুষে মানুষ, দিনক্ষণ খেয়ে নেয়
বেঁছে বেঁছে পূণ্য তিথিটুক
টুক্ করে খসে যায় শান্তির ভাত্


এঁটো পাতে বিঘ্নিত প্রপ্রাত।।


......................................................................................