দ্যাখো,আমি কেমন সহজে বলতে পারি
আগরবাতি,ধূপদানী, গৃহদেবতার নৈবেদ্য
পঞ্চেন্দ্রিয়, থার্মোমিটার, জলভরা সন্দেশ


না: কোন " বৌদি নম্বর ওয়ান "এর খেলা নয়


যখন প্রথম ফাগুনের বিদ্ধস্ত হাওয়া
ছুঁয়ে যেত আমার দুর্নিবার ঘর
বইয়ের পাতায়,খাতায়,সর্বত্র
অস্পষ্ট এক মুখচ্ছবি
প্রশ্ন করেছি যারা আবছা কুয়াশা তলে
বরফ হয়ে আছে
কে কাকে জাগাবে?
আমার চেতন স্বচ্ছ হল যখন ধূ ধূ সব
অথচ কি নিদারুণ বাস্তবতার একে একে উত্থান-পতন
যুগের অনতিক্রম্য পথ বেয়ে ফসিল হয়ে
গেঁথে আছে কালের সংবাদে,
আমি দেখছি
যে স্বার্থ জন্মের হাত ধরে ছেড়ে গেছে
অধর্মের ভীড়ে...কে সে?


আমরা সবাই বোধিবৃক্ষতলে চেতনার ধর্ষক
মস্তিষ্ক আমার রাজা,বুদ্ধিভ্রংশ কিছু অনর্থ নিয়ে
ঝান্ডা উঁচিয়ে বলছি ," মাথা মাথা " সদ্যোজাত,আত্মঘাতী,
গুলিবিদ্ধ মাথা
যারা লাশ গুনতে এসেছিল চাদর মুড়ে
মাথা নেড়ে কাহারবা মগ্ন হয়ে গেল,
আজ সারে সারে সাজানো সাহেব বিবির দোকানে
ঝুলে আছে মাথার মালা
অরাজগ শহরের
সর্বোচ্চ মিনারে ।

তার রক্তে শুদ্ধি চলছে
পরিত্রাতার অভাবে
প্রায় সকলেই হাঁড়িকাঠে গলিয়ে আছে মাথা
প্রাক্ লগ্নে তার নীরবতা ।


আবার আমি সহজ হলাম দ্যাখো
বলতে পারি সহযেই,"বড় বেশী বাড়াবাড়ি হল ।