আসলে সব ইচ্ছেগুলোই ফাঁকি
তোর নামে যা কল্পলোকের গান
যত্নে রাখা হৃদয় কুটির রাখি
তার কোটরে প্রাপ্ত অসম্মান।


একটি দুটি সুবাস ওঠে জেগে
জাগায় আলো আগামী স্পন্দন
বুকের ভেতর ছলক লাগে ব্যথা
ছলকে ওঠে প্রাতঃকালীন গান।


ঢল নেমেছে ময়নামতি র চরে
উতল দু'কূল উন্মনা এক মাঝি
কার সোহাগে উদাস দুপুরবেলা
একলা বসে চরের কাছাকাছি।


বুঝলি না তুই প্রেমের হৃদয়গুলো
সবটা হল নড়বড়ে এক হারেম
যখন তখন দখল হবার পালায়
ভীষণরকম মুখিয়ে রাখে শমন।


ইচ্ছে নাকি ভীষণ পাগলপারা
উদোম করে পুরো জগৎটাকে
জাপটে ধরে মানুষ কাছাকাছি
ঝলসে ঘিলু পোড়ায় সভ্যতাকে।


আনকোরা এক মন উঠেছে জেগে
তার ভেতরে গোলক ধাঁধায় কে
আসলে সব ফাঁক ফোকড়ের ঘরে
মাকড় দলের বরাত ওঠে জেগে।