বন্ধুরে................


হারিয়ে গেছে যেমন খুশি
পথ চলা সেই মুখর দিন
গল্প হাসির ছলক লাগায়
দেদার খুশির অতীত ঋণ।


ব্যজার কেন বলনা খুলে
আমরা ক'জন ভয়টা কি
আয়না সবাই হাত বাড়িয়ে
উজান খুশীর খবর নিই।


ঝগড়াঝাঁটি তুফান তুলে
কান্না চোখে আবার চাই
বন্ধু আমার জীবন মরণ
একসাথে চল্ এগিয়ে যাই।


হারিয়ে গেছে ফুচকা গুলো
মুখগুলো আজ স্মৃতির ভীড়
হঠাৎ করে চমক দেওয়ার
মন খারাপের ভাঙছে নীড়।


পড়ছে মনে মন কাড়া ওই
লাজুক ছেলের মুখের লাজ
হারিয়ে গেছে মিষ্টি হাসির
অতীত দিনের সেই কোলাজ।


চোখ মুছে দে বন্ধু আমার
বেজায় অসুখ মন খারাপ
থাক না পাশে এমনি করেই
আবার আমি সেই বিবাগ।