গভীর ফসল ওষ্ঠময়
হাতছানি ' দিবস ঘনালে
ক্ষেত্র বেয়ে গ্লস অঞ্চল !


শাড়ি ভাজে গুঁজে দিই লুব্ধ আদিম
সুন্দর পুরুষের মুখ ' চোখের কি দোষ
মন যদি বেপরোয়া চলে
ইচ্ছেরা সন্তর্পনে মেলে ধরে প্রত্যঙ্গ প্রহর
কুড়ি ফুল ফলে ভরন্ত প্রণয় !


ঠোটের কিনারে বিন্ধ্যাচল
আগাগোড়া নিষিদ্ধ জগৎ ' জমানো কুন্ডলী
ওর বুকের পাঁজরে সুখ থাকে সন্তর্পণ
গভীর খননে রত্নরাজি ' বৃন্দাবন !


সুন্দর মুখ চেয়ে
ধোঁওয়ার কুন্ডলী ' রোমশ যুবক
ওর কাছে ইষ্ট আছে
একরাশ পবিত্র উদ্ধার ' সকাম প্রণয় নিয়ে
তুলে দিই লজ্জাভার শত
শুদ্ধতায় ছুঁয়ে রাখি ওর সু-গভীর
প্রণয় নিয়ন !


যৌবন এও বুঝি
পুরুষ্ট বেষ্টণ ' বন্ধুর অকৃপণ দেহ আর
মনে প্রাণে শৃঙ্গবৃত্তায়ন
আর ভাগাড়ের
লোলুপিত শেয়াল শকুন !