আবহের বশে ভুল করি , ভাবাবেগে
          ঢেকে যায় প্রণালী প্রক্রিয়া ;
ভেবে বসি ভালো, গলে যায় বিমূর্ত প্রাক্কাল
সব ছেড়ে কাছের,দূরের
গলাগলি,দলাদলিগুলো হৈ চৈ প্রজাতির চরম বিপর্যয় ।


লালসার ফাঁদ কেটে কোথায় চলেছি
        ঘুঁণ ধরা বিকল্ সমাজ
চোখে তার রং লাগা ব্যপ্ত শিকার
       গুলে যায় ঘিলুর কোলাজ ।
ঘোর লাগে কে কোথায় কাদের মানুষ
        বলব কি খসা দুর্বিসহ
পাশ কেটে চলে যায়
            বসতির দেহ।


কাদের অসুখ ? বিষক্রিয়া জোন্ ?
ছোট মেয়েটির ফ্রকে -
ব্যাপ্ত আগুন । কেউ ফুলকির ছায় জুড়ে
সাজিয়ে সংবেদ অন্তর্হিত হলো ;
কিচ্ছু পাবার নেই । অবনতি দুরারোগ হলে
মানুষ বলবেনা, শোব ?
এ ও তো কোলাজ ;
শোবে তুমি শৌখিন সাজোয়া ঝালরে
ছেলের মুখেও দেখি শাকিন মেজাজ।
ঝেড়ে দাও ভুলত্রুটি, নষ্ট সময়.................................