ক্যনভাস ছুঁতেই প্রবল পৌরুষ
অন্তত সূত্রের খাপে খাপ...............
হৃদয় কপি হয়ে গেছে কোন্ প্রাক্কালে
পেজের আকাল তাই লিখে রাখি
সেখানেও
সূত্র ঘেঁটে চলে যান্ মনিষীর দল্
তুলে দেন লেন-দেন
জগৎ এখন চোখে,মুখে রুমাল এঁটে নিজেকে
অভিজ্ঞ ভাবে...........।
সকলেই স্কেচ করে ক্যনভাসে, দেওয়ালে, কাগজে,মগজে
জিতলেই বাজীমাৎ..........
হুমরি খেয়ে রিপোর্ট জগৎ
অস্কার, স্টেজ,পার্টি, স্পেস, কত কি...............
তারাহুড়োর ঠ্যলায় পুরুষের অনাহার
চুলায় ভোগের থালায় ঠ্যালা মারে প্রাদুর্ভাব-
স্কেচে রং খাবি খায় মনের মতো।


এই বিরোধ প্রান্ত পর্যন্ত পৌঁছোলে
টলে যাবে প্রাজ্ঞ জগৎ
ভিরমী খেয়ে তলস্টয় বাধ্য হবেন স্কেচ্ ধরতে
ততক্ষণে পার্লামেন্ট মাছের বাজারে-
অস্কার দাবী সোচ্চার থেকে.............
ঘরে ঘরে মায়ের নোটিশ
অলঙ্কার নয়, ক্যনভাস দাও.............
পথ,ঘাটে শ্লোগানে শ্লোগান
পৃথক চাহিদা থেকে পৃথক অজুহাত...।


............................................................