উচাটন মন চল্লিশোর্ধে
এলোথেলো অথৈ জীবন , ঝড়ের মাতন
ঘূর্ণির ঢেউ জোয়ার প্লাবন।
হঠাৎ দুপুর জেগে ওঠা হৃদয় গভীর,
ভ্রমর কুজন, উত্তাল ঢেউ, চৈত্র্যের
পলাশ ফাগুন । বসন্ত দিন
মন জুড়ে হাসি কার মুখ আবাহন
চল্লিশোর্ধ দিন আষ্টেপৃষ্ঠে জড়ালো কে
কার আমন্ত্রণ ।
নুড়ি ঠেলে হেঁটে যাওয়া আলে
ভাঙা বাঁধ অসংযম চল্লিশোর্ধ জীবনেও
ছায়া পড়ে মন জুড়ে সেই সমকাল -


ছাট্ লেগে পুড়ে চলা গ্রহণের আঁচ
ধূ ধূ রোদ , ছাতি ফাটে তেষ্টায় ওষ্ঠ পোড়ায়


প্রেম হয় চল্লিশেও হঠাৎ গোপন,
বাঁধ ভাঙে ঘূর্ণি অযাচিত মন।
মায়ায় শিথিল হয় চেনা অচেনায়
ভুল ভাঙে ভুল হয়
কেড়ে মেরে যে যেমন
চল্লিশোর্ধে কি না হয় - গিমিক জীবন।


আসা যাওয়া শেষ নীরব সে ঘাট
জন্ম আসে মৃত্যু যায় ফুরায় বাঁধন
জটিল হিসেব কষে খেরোর খাতায়
কে কোথায় স্বার্থের নি:স্ব প্রকট ।